জাতীয়

ফাঁকা পড়ে আছে ৭১ শতাংশ করোনা শয্যা

রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে সাধারণ ও আইসিইউ মিলিয়ে মোট শয্যা ১৫ হাজার ৮১৩টি। তবে এ সব হাসপাতালের ৭১ শতাংশ শয্যায় রোগী নেই। কেবল ২৯ শতাংশ শয্যায় রোগী ভর্তি আছেন।

Advertisement

অর্থাৎ শতকরা ১০০টি শয্যায় মাত্র ২৯ জন রোগী ভর্তি। প্রতি শতকে বাকি ৭১টি শয্যা খালি পড়ে আছে।

বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের করোনা সম্পর্কিত এক সংবাদ বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণে এসব জানা গেছে।

রাজধানীসহ সারাদেশে করোনা চিকিৎসার জন্য সাধারণ শয্যা সংখ্যা ১৫ হাজার ২৭০টি এবং আইসিইউ শয্যা ৫৪৩টি। বর্তমানে ৪ হাজার ২৫৭টি সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন। ১১ হাজার ১৩টি সাধারণ শয্যা খালি পড়ে আছে। এছাড়া আইসিইউতে ৩০৬ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। খালি পড়ে আছে ২৩৭টি শয্যা।

Advertisement

তথ্য-উপাত্তে দেখা গেছে, ঢাকা মহানগরে ৭ হাজার ৫২টি সাধারণ ও আইসিইউ শয্যা ৩০৫টি। এর মধ্যে বর্তমানে ২ হাজার ১৮৯ জন সাধারণ শয্যায় এবং আইসিইউতে ১৯৬ জন ভর্তি।

চট্টগ্রাম মহানগরে ৭৮২টি সাধারণ ও আইসিইউ শয্যা খালি ৩৯টি। এর মধ্যে বর্তমানে ২২৬ জন সাধারণ শয্যায় এবং আইসিইউতে ১৮ জন ভর্তি রয়েছেন।

এছাড়া দেশের অন্যান্য হাসপাতালে ৭ হাজার ৪৩৬টি সাধারণ ও আইসিইউ শয্যা রয়েছে ১৯৯টি। তন্মধ্যে বর্তমানে এক হাজার ৮৪২ জন সাধারণ শয্যায় এবং আইসিইউতে ৯২ জন ভর্তি।

এমইউ/এফআর/এমকেএইচ

Advertisement