দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ১ হাজার ১১৭ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৩ হাজার ৮৯ জনে। বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
Advertisement
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৩ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৯৯৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জনে। ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ৪২ জনের। দেশে সবমিলিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৫১৩ জনে।
এমইউ/এমএসএইচ/পিআর
Advertisement