খেলাধুলা

শুরুর আগেই আইপিএলের একজন করোনা পজিটিভ

দেশে করোনার সংক্রমণ হার অনেক বেশি। তাই বাধ্য হয়ে আইপিএলকে আরব আমিরাতে সরিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কারণ সেখানে করোনার বিস্তার তুলনামূলক অনেক কম। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আমিরাতের তিন ভেন্যুতে চলবে আইপিএলের ত্রয়োদশ আসর।

Advertisement

কিন্তু জাকজমকপূর্ণ এই টুর্নামেন্ট শুরুর আগেই বড় এক ধাক্কা খেলো প্রথম আসরের চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস। দলটির ফিল্ডিং কোচ ও সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান দিশান্ত ইয়াগনিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দিশান্ত নিজে এবং রাজস্থান ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই খবর।

বর্তমানে উদয়পুরের একটি হাসপাতালে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাকে। নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে দিশান্ত টুইটারে লিখেছেন, ‘সবাইকে জানাচ্ছি, আমি কোভিড-১৯ পজিটিভ। গত ১০ দিনে আমার সংস্পর্শে আসা সবাই দয়া করে নিজেদের পরীক্ষা করিয়ে নিন।’

যথাসময়ে আইপিএলে যোগ দিতে পারা আশাবাদ ব্যক্ত করে তিনি আরও লিখেছেন, ‘এখন বিসিসিআই প্রটোকল মেনে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে আমাকে। পরে দুইবার করোনা পরীক্ষায় নেগেটিভ আসলেই রাজস্থানের সঙ্গে যোগ দিতে পারব। দোয়া ও শুভকামনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

Advertisement

দিশান্তের এই করোনা পরীক্ষা মূলত রাজস্থানের পক্ষ থেকে বাড়তি সতর্কতা হিসেবেই করা হয়েছে। আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে আগামী সপ্তাহে মুম্বাইয়ে মিলিত হবে রাজস্থান স্কোয়াডের সবাই। এজন্যই মূলত করা হয়েছে করোনা টেস্ট। দিশান্তকে দুইবার করোনা নেগেটিভ হওয়ার পর আবার ছয়দিন নিজেকে সেলফ আইসোলেশনে রাখতে হবে। পরে আমিরাতে গিয়েও তিনবার করোনা নেগেটিভ আসতে হবে তার নমুনার ফল।

রাজস্থানের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘বিসিসিআইয়ের নির্দেশনা মোতাবেক দুইটি টেস্টের বাইরেও আমরা নিজেরা একটি বাড়তি টেস্ট করিয়েছি। যাতে করে প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে কোনো সন্দেহ না থাকে। গত ১০ দিনে দিশান্তের কাছাকাছি আসা সবাইকে করোনা পরীক্ষা করার অনুরোধ করছি। আমরা নিশ্চিত করছি যে, গত ১০ দিনে রাজস্থানের কোন খেলোয়াড় দিশান্তের সংস্পর্শে আসেনি। দিশান্তের দ্রুত সুস্থতা কামনা করছি আমরা।’

বর্তমানে রাজস্থান রয়্যালসের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও, ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত খেলোয়াড় হিসেবেই দলের সঙ্গে ছিলেন দিশান্ত ইয়াগনিক। এছাড়া ২০১৩ সালের চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতেও খেলেছেন তিনি। সবমিলিয়ে রাজস্থানের হয়ে ২৭টি ম্যাচ খেলেছেন দিশান্ত।

এসএএস/জেআইএম

Advertisement