দেশজুড়ে

করোনায় মারা গেলেন কোটালীপাড়া কৃষকলীগের সাবেক সভাপতি

করোনায় আক্রান্ত হয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও হিরন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফরুল ইসলামের (৭০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকার কুর্মিটোলা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Advertisement

মঙ্গলবার রাতে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার করোনা উপসর্গ নিয়ে জাফরুল ইসলাম কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নমুনা দেন। সোমবার সন্ধ্যায় তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ওই দিন রাতেই তাকে নিয়ে ঢাকার কুর্মিটোলা করোনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

জাফরুল ইসলামের মৃত্যুতে কোটালীপাড়ার দলীয় নেতা-কর্মী ও হিরন ইউনিয়নবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জাফরুল ইসলাম স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Advertisement

বুধবার বাদ জোহর হিরন মাদরাসা মাঠে স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

এফএ/জেআইএম