দেশজুড়ে

শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা সেই বখাটে আটক

কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মিতু আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করার ঘটনায় অভিযুক্ত নূর আলম ওরফে নভেলকে (২২) আটক করেছে পুলিশ।

Advertisement

ঘটনার ৭ ঘণ্টা পর ১১ আগস্ট উপজেলার নিয়ামতপুর বাজারের কাছ থেকে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। এর আগে একই দিন দুপুর ১২টার দিকে নিয়ামতপুর উচ্চ বিদ্যালয় এলাকায় মেয়েটিকে উপর্যুপরি ছুরিকাতে গুরুতর আহত করে নভেল। আশঙ্কাজনক অবস্থায় মিতুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, নিয়ামতপুর আঙ্গুরাকান্দা গ্রামের আব্দুর রউফের মেয়ে মিতু আক্তার নিয়ামতপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। নিকলী উপজেলার শিংপুর গ্রামের ফাইজুল ইসলামের ছেলে নভেল নিয়ামতপুরে তার এক আত্মীয়ের বাড়িতে এসে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই মিতুকে উত্ত্যক্ত করতেন। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে নিয়ামতপুর বাজারে যাওয়ার পথে মেয়েটির পথ রোধ করে প্রেমের প্রস্তাব করেন তিনি।

এতে রাজি না হওয়ায় তাকে বুকে, পেটে ও পিঠে অন্তত আটটি ছুরিকাঘাত করেন নভেল। আশঙ্কাজনক অবস্থায় মিতুকে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

Advertisement

এ ঘটনার পর নভেলকে ধরতে অভিযানে নামে পুলিশ। করিমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, প্রথমে নভেলের এক বন্ধুকে আটক করা হয়। তার কাছ থেকে তথ্য নিয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) অনির্বান চৌধুরীর নেতৃত্বে সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ।

তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নিয়ামতপুর এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

নূর মোহাম্মদ/এমআরএম

Advertisement