দেশজুড়ে

দৃষ্টিপ্রতিবন্ধীকে সবজির দোকান করে দিলেন ইউএনও

জীবিকা নির্বাহের জন্য দৃষ্টিপ্রতিবন্ধী আবু সাঈদকে সবজির দোকান করে দিয়েছেন নওগাঁর বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু তাহের। মঙ্গলবার (১১ আগস্ট) বদলগাছী-আক্কেলপুর সড়কের চক-তাহের যাত্রী ছাউনিতে দোকানটি করে দেয়া হয়। সেই সঙ্গে আবু সাঈদকে নগদ দুই হাজার টাকাও দেয়া হয়েছে।

Advertisement

২০১৯ সালের ১৩ অক্টোবর বদলগাছীতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগ দেন মো. আবু তাহের। যোগদানের পর থেকেই তিনি উপজেলায় মানবিক ও সেবামূলক কাজ করছেন। এলাকাবাসী নির্ভয়ে তাদের দাবি নিয়ে ইউএনওর কাছে যেতে পারছেন।

উপজেলার কোলা ইউনিয়নের চকতাহের গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে দৃষ্টিপ্রতিবন্ধী আবু সাঈদ। ছোটবেলা থেকেই চোখে ভালো দেখতে পেতেন না। তিনি এক সময় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। দিন দিন দৃষ্টিশক্তি কমে আসায় ভ্যান চালানো ছেড়ে দেন। পাঁচ মাস আগে বদলগাছী-আক্কেলপুর সড়কের চক-তাহের যাত্রী ছাউনিতে ছোট্ট পরিসরে কয়েক কেজি আলু ও কিছু শাক-সবজি নিয়ে ব্যবসা করার চেষ্টা করেন। এ কাজে তার স্ত্রী সেলিনা ও ১০ বছরের ছেলে আব্দুল্লাহ সহযোগিতা করে।

কিন্তু আর্থিক দৈন্যতায় দোকানে বেশি মালামাল ওঠাতে পারেননি তিনি। কিছুদিন আগে ওই পথ দিয়ে ইউএনও মো. আবু তাহের যাওয়ার সময় বিষয়টি তার নজরে আসে। এরপর তিনি দৃষ্টিপ্রতিবন্ধী আবু সাঈদকে ব্যবসার আরও উন্নয়নের জন্য প্রতিশ্রুতি দেন। সে মোতাবেক মঙ্গলবার আবু সাঈদকে নগদ টাকা, ক্যাশবাক্স, দাঁড়িপাল্লাসহ বিভিন্ন সবজি কিনে দোকান সাজিয়ে দেন। এলাকাবাসীকে তার দোকান থেকে সবজি কেনার অনুরোধ করেন।

Advertisement

দৃষ্টিপ্রতিবন্ধী আবু সাঈদ বলেন, ‘এক সময় আইসক্রিমের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতাম। তারপর ভ্যান চালানো শুরু করি, যা ছিল খুবই কষ্টকর। কিন্তু দৃষ্টিশক্তি কমে আসায় ভ্যান চালানো ছেড়ে দিয়ে স্বল্প পুঁজি নিয়ে সবজির ব্যবসা শুরু করি। এলাকাবাসী যথেষ্ট সহযোগিতা করে। ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আবু সাঈদ।’

স্থানীয় আরাফাত হোসেন তুষার, সিহাব হোসেন ও রফিকুল ইসলাম বলেন, আবু সাঈদ নিতান্ত দরিদ্র। কষ্ট করে জীবিকা নির্বাহ করেন। শুধু প্রশাসনিক কর্মকতা নয়, এলাকার অনেক বিত্তবান আছেন যারা চাইলেই অসহায়দের সহযোগিতা করে প্রতিষ্ঠিত করতে পারেন।

ইউএনও মো. আবু তাহের বলেন, উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অর্থায়নে দৃষ্টিপ্রতিবন্ধী আবু সাঈদকে দোকান করে দেয়া হয়েছে। এছাড়া সমাজসেবা কর্মকর্তা তার জন্য প্রতিবন্ধী ভাতা এবং তার গর্ভবতী স্ত্রীর জন্য মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করেছেন। উন্নত বাসস্থানের জন্য পরবর্তীতে আবু সাঈদকে একটি ঘর উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা শেখ মো. শফি উদ্দিন, কোলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন উপস্থিত ছিলেন।

Advertisement

উল্লেখ্য, গত ৩০ জুন উপজেলার আধাইপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা বৃদ্ধ মোসলেম উদ্দিনকে মুদি দোকান করে দেন ইউএনও মো. আবু তাহের।

আব্বাস আলী/আরএআর/এমএস