সাহিত্য

রক্তাক্ত আগস্ট

সিবগাতুর রহমান

Advertisement

আগস্ট এলেই বাংলাদেশেরমন কাঁদে নিরবধি,আকাশ কাঁদে বাতাস কাঁদেকাঁদে গিরি ও নদী।

আগস্ট এলেই মনে পড়েপিতার বজ্রধ্বনি,কে তোরা কী চাস বাংলার প্রাণ!বল একবার শুনি?

আগস্ট এলেই মনে পড়েমুখোশে ঢাকা মুখ, কুলাঙ্গারের বুলেটে বিদ্ধবাংলাদেশের বুক।

Advertisement

আগস্ট এলে আজও শুনিশেখ রাসেলের কান্না,সেদিন থেকে পিতাহীন হলোলাল-সবুজের ঠিকানা।

আগস্ট এলেই ভোরের পাখিরাকান্নায় বাঁধে সুর,থমকে দাঁড়ায় সুবহে সাদিক আলো যায় বহুদূর।

আগস্ট এলেই অন্তরে বিঁধেহায়েনাদের উল্লাস,রক্তপিপাসু পিশাচ দলেরনির্মম উপহাস।

আগস্ট এলেই দু’চোখের জলনেমে আসে এই বুকে,পঁচাত্তরে কাঁদতে পারিনিকাঁদি আজও সেই শোকে।

Advertisement

আগস্ট এলেই নত শিরে বলিক্ষমা করো হে পিতা,জীবনের দামে ভালোবেসেছিলে ভুলিনি তোমার কথা।

আগস্ট এলেই পথ চেয়ে থাকি এই বুঝি এলে ফিরে,আজও আমরা স্বপ্নে বিভোর তোমার স্বপ্ন ঘিরে।

এসইউ/এএ/এমকেএইচ