দেশজুড়ে

নতুন প্রজন্মের সহযোগিতায় দেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব

দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (বিশেষ অনুঃ ও তদন্ত) ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম.এইচ সালাহউদ্দিন বলেছেন, দেশকে দুর্নীতি মুক্ত করা দীর্ঘ মেয়াদী কাজ। তবে প্রতিটি পরিবারে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সহযোগিতায় তাড়াতাড়িই দেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে।বৃহস্পতিবার নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে হাজী আবেদ আলী ডিগ্রি কলেজ ও ব্রাহ্মন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।এম.এইচ সালাহ্উদ্দিন বলেন, সন্তানরা যদি পিতার অবৈধ উপার্জনের বিরুদ্ধে কথা বলতে পারে সেই পিতা খুব তাড়াতাড়িই অসৎ পথে রোজগারের পথ থেকে সরে দাঁড়াবে । তাই পরিবারের কর্তা ব্যক্তিদের দুর্নীতির বিরুদ্ধে সন্তাদের ভূমিকা রাখতে হবে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে সকালে হাজী আবেদ আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সততা সংঘের সদস্যদের শপথ বাক্য পাঠ, ‘দুর্নীতি প্রতিরোধে অন্তরায়’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় পরিচালক নাছিম আনোয়ার ও দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোজাহের আলী সরদার। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্যকান্ত দাসের সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ছিলেন, আবেদ আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ একে আহসান মাহবুব, জলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) মো. সৈয়দ উদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো: বশিরুল ইসলাম, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহমান ভূইয়া প্রমুখ।সঞ্জিত সাহা/এসকেডি/আরআইপি

Advertisement