তথ্যপ্রযুক্তি

ভারতে কল ড্রপের জরিমানা এক টাকা

ভারতে মোবাইল অপারেটরদের বাধা সত্ত্বেও কল ড্রপের জন্য এক টাকা জরিমানা নির্ধারণ করেছে দেশটির টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই। বৃহস্পতিবার সেলুলার অপারেটরস অথরিটি অব ইন্ডিয়া (সিওএআই) -এর প্রতিনিধি রাজন ম্যাথিউ ট্রাই-এর চেয়ারম্যান আরএস শর্মার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ জরিমানা নির্ধারণ করা হয়। এর ফলে ২০১৬-র ১ জানুয়ারি থেকে প্রতি কল ড্রপের জন্য গ্রাহকদের এক টাকা করে জরিমানা দেবে টেলকম সংস্থাগুলো। কল ড্রপ হওয়ার চার ঘণ্টার মধ্যে ওই এক টাকা গ্রাহকের অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। টেলি সংস্থার তরফে এসএমএস পাঠিয়ে গ্রাহককে এ বিষয়ে জানাতে হবে। পোস্ট পেড কানেকশনের ক্ষেত্রে পরের মাসের বিলে বিস্তারিত বিবরণ দিয়ে দিতে হবে।এই পদক্ষেপের ফলে কল ড্রপ সমস্যা কমছে কি না, সেদিকে নজর রাখবে ট্রাই। ছয় মাস পর পুনরায় বৈঠক করে এই ব্যবস্থার প্রয়োজনীয়তা আর আছে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এর ফলে মোবাইলে ফোন করার খরচ বাড়তে পারে বলে ট্রাইকে চিঠি দিয়ে জানিয়েছেন মোবাইল ফোন কোম্পানিগুলো।এসকেডি/আরআইপি

Advertisement