সিলেট বিভাগে একদিনে করোনাভাইরাস জয় করে সুস্থ হয়েছেন আরও ১৮০ জন। এ নিয়ে সিলেট বিভাগে মোট চার হাজার ১৩২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হলেন। এর মধ্যে সিলেট জেলার এক হাজার ৩৯১ জন, সুনামগঞ্জের এক হাজার ২৩৬ জন, হবিগঞ্জের ৮২৩ জন ও মৌলভীবাজারের ৬৮২ জন রয়েছেন।
Advertisement
একই সময়ে এ বিভাগে করোনাভাইরাসে কেউ মারা যাননি। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৬৭ জন। এর মধ্যে সিলেটের ৩৪ জন, সুনামগঞ্জের ১৫ জন, হবিগঞ্জের পাঁচজন এবং মৌলভীবাজারের ১৩ জন রয়েছেন।
সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৬৪৯ জন। এর মধ্যে সিলেটের চার হাজার ৬৫৯ জন, সুনামগঞ্জের এক হাজার ৬১৬, হবিগঞ্জের এক হাজার ২৬২ এবং মৌলভীবাজারের এক হাজার ১১২ জন রয়েছেন।
Advertisement
তবে চার হাজার ১৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে ওঠায় বর্তমানে সিলেট বিভাগে সক্রিয় করোনা রোগীর সংখ্যা চার হাজার ৫১৭ জন। আর সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৫৩ জন। এর মধ্যে সিলেটের ১১২জন, সুনামগঞ্জের ১৭ জন, হবিগঞ্জের ১১ এবং মৌলভীবাজারের ১৩ জন।
বর্তমানে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ৭৬ জন আর করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫০ জন।
ছামির মাহমুদ/আরএআর/এমএস
Advertisement