লাইফস্টাইল

দুধ চিনি ছাড়া আইসক্রিম তৈরির রেসিপি

আইসক্রিম খেতে ভালোবাসলেও নানা অসুখের ভয়ে এর থেকে দূরে থাকেন অনেকে। বিশেষ করে ডায়াবেটিস রোগীরা চিনির কারণে এটি বাদ দিয়ে থাকেন। তবে দুধ চিনি ছাড়াও তৈরি করা যায় সুস্বাদু আইসক্রিম। চলুন রেসিপি জেনে নেয়া যাক-

Advertisement

উপকরণ:পাকা কলা ৪টিপাকা পেঁপে, আম বা নরম অন্য কোনো ফল (পরিমাণমতো)বাদাম (পরিমাণমতো)ভ্যানিলা এসেন্স সামান্য কিশমিশ ৮-১০টিলিকুইড চকলেট পরিমাণমতোহুইপড ক্রিম পরিমাণমতোচকলেট চিপস পরিমাণমতো।

প্রণালি:প্রথমে কলাগুলো খোসা ছিলে টুকরো টুকরো করে নিন। এবার একটি ট্রে-তে করে ডিপ ফ্রিজে রেখে দিন। ২/৩ ঘণ্টা রেখে জমাট হতে দিন। এবার এই কলা ব্লেন্ডারে কিংবা ফুড প্রসেসরে দিয়ে দিন। সামান্য ভ্যানিলা এসেন্স দিন।

অনেক সময় ব্লেন্ডারে শুধু খাবার ব্লেনড হতে সমস্যা হয়, সেক্ষেত্রে আম বা পেঁপের পাল্প বা রস দিতে পারেন এর সাথে। কিছুটা লিকুইড চকলেট দিয়ে দিন। ভালোভাবে ব্লেন্ড করুন। একদম স্মুথ পেস্ট না হওয়া পর্যন্ত ব্লেন্ড করতে থাকুন।

Advertisement

এবার বাদাম এবং কিশমিশ মিশিয়ে দিন। এয়ার টাইট বক্সে ভরে জমাবার জন্য ফ্রিজে দিয়ে দিন। খানিকটা জমে গেলেই তৈরি হয়ে যাবে আপনার সুস্বাদু আইসক্রিম।

এইচএন/এএ/এমকেএইচ