সাভারে একটি যাত্রীবাহী চলন্ত বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছে অন্তত ১০ জন। এ ঘটনায় বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছে আরো অন্তত ১০ জন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল নামক স্থানে এ ঘটনা ঘটে।বাসের যাত্রীরা জানান, নন্দন পার্ক থেকে মিরপুরের উদ্দেশে ছেড়ে আসা তিতাস পরিবহনের একটি বাস ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় পৌঁছে অপর একটি বাসকে অতিক্রম করার চেষ্টা করে। এসময় সড়ক বিভাজক আইল্যান্ডে বাসটি উঠে গেলে প্রচণ্ড শব্দে বাসটির সিএনজি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তেই পুরো বাসটিতে আগুন লেগে যায়। আগুনে দগ্ধ হয় বাসের অন্তত ১০ যাত্রী। খবর পেয়ে সাভার থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান স্থানীয়রা।সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেল শেখ জানান, নিম্নমানের সিলিন্ডার ব্যবহারের কারণেই এই ঘটনা ঘটেছে। যারা দগ্ধ হয়েছে তাদের শুরুরের অনেক অধিকাংশই পুড়ে গেছে। এজন্য দোষী বাসের চালক ও মালিককে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। আল-মামুন/এসএইচএস/আরআইপি
Advertisement