রাজনীতি

বজলুর রহমানের স্ত্রী সেলিনা রহমান আর নেই

মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের স্ত্রী সেলিনা রহমান আর নেই। সোমবার ভোরে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

Advertisement

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হলেও শেষ পর্যন্ত ফুসফুসে ইনফেকশন ও হৃদরোগজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্বামী ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

সেলিনা রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Advertisement

শোক বিবৃতিতে মরহুমা সেলিনা রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং তার পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন শেখ হাসিনা।

শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও।

সোমবার জোহর নামাজ শেষে জানাজার পর মরহুমাকে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

এফএইচএস/এইউএ/এনএফ/জেআইএম

Advertisement