আন্তর্জাতিক

ব্রাজিলে আক্রান্ত ৩০ লাখ ছাড়াল

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনার সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। দেশটিতে ইতোমধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২৩ হাজারের বেশি মানুষ।

Advertisement

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৫৭২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এখন পর্যন্ত দেশটিতে করোনা সংক্রমণের সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৪২২। এর মধ্যে মারা গেছে ১ লাখ ১ হাজার ১৪৯ জন।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ৩৫ হাজার ৫৮২। এর মধ্যে মারা গেছে ১ লাখ ১ হাজার ১৩৬ জন। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২১ লাখ ১৮ হাজার ৪৬০ জন। সেখানে বর্তমানে করোনার অ্যাকটিভ কেস ৮ লাখ ১৫ হাজার ৯৮৬। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৮ হাজার ৩১৮ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত ২১৩টি দেশ ও অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে এই ভাইরাস। তবে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটির সবগুলো অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ৫২ লাখ।

Advertisement

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫১ লাখ ৯৯ হাজার ৪৪৪। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৬৫ হাজার ৬১৭ জন। তবে দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২৬ লাখ ৬৪ হাজার ৭০১ জন। সেখানে বর্তমানে করোনার অ্যাকটিভ কেস ২৩ লাখ ৬৯ হাজার ১২৬। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৭ হাজার ৮১২ জন।

করোনা সংক্রমণে শীর্ষ দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের স্থান। এমনকি লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই সংক্রমণ সবচেয়ে বেশি। এছাড়া মেক্সিকো, পেরু, চিলিতেও সংক্রমণ বাড়তে শুরু করেছে।

এদিকে, বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ২৩ হাজার ১৬। এর মধ্যে মারা গেছে ৭ লাখ ৩৩ হাজার ৯৭৬ জন। অপরদিকে, সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ৮১৩ জন।

টিটিএন/জেআইএম

Advertisement