আন্তর্জাতিক

হংকংয়ে গণতন্ত্রপন্থী ব্যবসায়ী গ্রেফতার

হংকংয়ের গণতন্ত্রপন্থী এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বিদেশি বাহিনীর সঙ্গে যোগসাজশের অভিযোগে জিমি লাই নামের ওই ধনকুবের ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তার এক সহযোগী এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

মার্ক সিমন নামে জিমি লাইয়ের ওই সহযোগী বলেন, গত জুনে চীনের আরোপ করা বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের আওতায় ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত বছর হংকংয়ে গণতন্ত্রপন্থী যে বিক্ষোভ হয়েছিল তাতে সমর্থন দিয়েছিলেন জিমি লাই। এমনকি তাকে সক্রিয়ভাবে এসব বিক্ষোভে অংশও নিতে দেখা গেছে।

৭১ বছর বয়সী জিমি লাইয়ের ব্রিটেনের নাগরিকত্বও রয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে অবৈধ সমাবেশ এবং ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগ এনে তাকে গ্রেফতার করা হয়। তবে পরবর্তীতে তাকে জামিন দেওয়া হয়।

জিমি লাইয়ের মিডিয়া ফার্ম নেক্সট ডিজিটালের নির্বাহী কর্মকর্তা মার্ক সিমন বলেন, এই সময়ে বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

এদিকে, স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে, তার মিডিয়া অফিসেও প্রবেশ করেছিল হংকং পুলিশ। সেখানে তল্লাশি চালানো হয়েছে। পুলিশ বলছে, সোমবার সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

জাতীয় নিরাপত্তা আইন ভঙ্গ করায় এসব লোকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হলেও জিমি লাইয়ের গ্রেফতারের বিষয়টি উল্লেখ করা হয়নি। এক বিলিয়ন ডলারের বেশি অর্থের মালিক জিমি লাই।

প্রথমদিকে কাপড়ের ব্যবসা দিয়েই ঘুরে দাঁড়ান তিনি। পরবর্তীতে গণমাধ্যম প্রতিষ্ঠায় কাজ শুরু করেন। অ্যাপল ডেইলি নামে একটি পত্রিকা প্রতিষ্ঠা করেন তিনি। ওই পত্রিকা প্রথম থেকেই হংকং এবং চীনা নেতৃত্বের সমালোচক হিসেবে কাজ করছে।

টিটিএন/জেআইএম

Advertisement