দেশজুড়ে

সিলেটে আরও ৭১ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগে কোনোভাবেই কমানো যাচ্ছে না করোনাভাইরাসের সংক্রমণ। রোববারও (৯ আগস্ট) সিলেটের দুটি ল্যাবে নতুন করে আরও ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সিলেট নগরের শিবগঞ্জের একই পরিবারের ৪ জন রয়েছেন।

Advertisement

দুই ল্যাবের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৪৯ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২২ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানীর ল্যাবে মোট ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে ১৭ জন মৌলভীবাজারের, ৩২ জন সিলেটের বাসিন্দা। সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার বাসিন্দাই ৩১ জন। করোনায় আক্রান্ত আরেকজনের বাড়ি গোয়াইনঘাট উপজেলায়।

Advertisement

এদিকে রোববার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের পিসিআর ল্যাবে মোট ৯৪ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে জিইবি বিভাগের প্রভাষক জিএম নুরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় ২২ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ জেলার ১৭ জন ও হবিগঞ্জ জেলার ৫ জন রয়েছেন।

নতুন শনাক্তদের নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬৫৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৬৫৮, সুনামগঞ্জে এক হাজার ৬১৮, হবিগঞ্জে এক হাজার ২৬২ এবং মৌলভীবাজারে এক হাজার ১১৫ জন।

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সিলেটের ১১২ জন, সুনামগঞ্জের ১৭ জন, হবিগঞ্জের ১১ জন এবং মৌলভীবাজারের ১৩ জন। আর এ বিভাগের ৩ হাজার ৯৫২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এরমধ্যে সিলেটের ১ হাজার ২৫২ জন, সুনামগঞ্জের ১ হাজার ২২৩ জন, হবিগঞ্জের ৮০৯ এবং মৌলভীবাজারের ৬৬৮ জন রয়েছেন।

Advertisement

ছামির মাহমুদ/এফএ/জেআইএম