জাতীয়

করোনায় আনসারে আক্রান্ত ১০৬০, মৃত্যু ৮ জনের

প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে আরও ৬ জন সদস্য আক্রান্ত হয়েছেন। বাহিনীটিতে এই পর্যন্ত সর্বমোট আক্রান্ত এক হাজার ৬০ জন। করোনায় আক্রান্ত হয়ে এক অঙ্গীভূত আনসার সদস্য মৃত্যুবরণ করেছেন। সুস্থ হয়েছেন ৬৮০ জন।

Advertisement

রোববার (৯ আগস্ট) রাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন বলেন, করোনাভাইরাস থেকে দেশের মানুষকে সচেতন করার লক্ষ্যে শুরু থেকে সাহসিকতার সঙ্গে কাজ করছে বাহিনীর সদস্যরা।

করোনাযুদ্ধে সম্মুখভাগে দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্তের সংখ্যা যেমন প্রতিদিন বাড়ছে, তেমনি আক্রান্তদের মধ্যে থেকে অর্ধেকেরও বেশি সদস্য সুস্থ হয়ে কর্মস্থলে যোগদান করে সেবামূখী কার্যক্রম অব্যাহত রেখেছেন।

বাহিনীতে এ পর্যন্ত মোট আক্রান্ত এক হাজার ৬০ জনের মধ্যে কর্মকর্তা ২২ জন, ব্যাটালিয়ন আনসার ৪০৪ জন, মহিলা আনসার ৩ জন, সাধারণ আনসার ৫৭৯ জন, কর্মচারী ৭ জন, ভিডিপি সদস্য ১৮ জন, বিশেষ আনসার ৪ জন, উপজেলা প্রশিক্ষক ১১ জন, উপজেলা প্রশিক্ষিকা ৩ জন, হিল আনসার ৬ জন এবং উপজেলা আনসার কোম্পানি কমান্ডার ৩ জন।

Advertisement

এর মধ্যে ঢাকায় আক্রান্ত হয়েছেন ৫৪৩ জন এবং ঢাকার বাইরে ৫১৭ জন। বাহিনীর বিভিন্ন কোয়ারেন্টাইনে আছেন ২০০ জন। করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮১ জন সদস্য। করোনায় আক্রান্ত হয়ে এ বাহিনীর এক কর্মকর্তাসহ ৮ জন সদস্য প্রাণ হারিয়েছেন। এ পর্যন্ত ৯ কর্মকর্তাসহ মোট ৬৮০ জন সদস্য সুস্থ হয়েছেন, সুস্থতার হার ৬৪ শতাংশের চেয়ে বেশি।

উল্লেখ্য, গত ৪ আগস্ট নিজ বাড়ি কালিহাতি, টাঙ্গাইলে মৃত্যুবরণ করেন মো. লাভলু মিয়া নামে এক অঙ্গীভূত আনসার সদস্যের।

তিনি গত ২৭ জুলাই থেকে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরবর্তীতে তার নমুনা নিয়ে পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। মৃত্যুর পূর্বে তিনি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি এক স্ত্রী, দুই কন্যা এবং এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জেইউ/এফআর/এমকেএইচ

Advertisement