দেশজুড়ে

শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াত চক্রের ৪ সদস্য আটক

শুক্রবার অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার নমুনা উত্তরপত্র, তিন শতাধিক পরীক্ষার্থীর প্রবেশপত্র, উত্তরপত্র বিক্রির এক লাখ টাকাসহ প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিান চালানো হয় নগরীর ঝাউতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককালে তাদের কাছ থেকে চারটি ল্যাপটপ, ডেক্সটপ, রঙিন প্রিন্টার মেশিন, ওয়াইফাই ডিভাইস এবং আনুষঙ্গিক বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তবে প্রশ্নপত্রে জালিয়াতকারী প্রতারক চক্রের মূল হোতা বাড়ির মালিক জুয়েলকে আটক করতে পারেনি পুলিশ।আটকরা হলেন, পটুয়াখালীর মহিপুর বন্দরের মো. মকবুল মুন্সির ছেলে ইউসুফ  মুন্সি (২৭), একই এলাকার নূর মোহাম্মদের ছেলে আনোয়ারুল হক (২৮), বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা এলাকার নূর মোহাম্মদ মিয়ার ছেলে ধামুরা ডিগ্রি কলেজের ছাত্র মো. আজিজ (২৫) ও কাউনিয়া প্রধান সড়কের গোপাল চক্রবর্তীর ছেলে লিটন চক্রবর্তী (৩৮)।  পুলিশের উপস্থিতিতে আটকরা জানায়, তারা তাদের পরীক্ষার্থীর জন্য প্রশ্নপত্র সংগ্রহ করতে মূল হোতা জুয়েলের কাছে এসেছিলেন। কেউ আবার মূল হোতা জুয়েলের সহকারী হিসেবে নমুনা প্রশ্নপত্র বিক্রির ক্রেতা সংগ্রহ এবং সরবরাহে নিয়োজিত থাকার কথা স্বীকার করেছেন।  মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি ) আবু সাঈদ জানান, একটি চক্র দীর্ঘ দিন ধরে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র জালিয়াতি করে মানুষের কাছ থেকে ৫০ হাজার থেকে পাঁচ লাখ টাকা আদায় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তবে মূল হোতা জুয়েল পালিয়েছে। তাকে আটক করা এবং আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।এসি আরো জানান, সুযোগ মতো পরীক্ষার হল থেকে প্রশ্নপত্রের ছবি তুলে ফেসবুক বা ই-মেইলের মাধ্যমে উত্তর নির্দিষ্ট পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করা চক্রটির উদ্দেশ্য ছিল।সাইফ আমীন/এআরএ/আরআইপি

Advertisement