আন্তর্জাতিক

করোনার দুঃখজনক একটি মাইলফলক ছুঁয়েছে যুক্তরাষ্ট্র

মহামারি করোনাভাইরাসে আক্রান্তের দিক দিয়ে দুঃখজনক একটি মাইলফলকে ছুঁয়েছে যুক্তরাষ্ট্র। প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে। অবশ্য গেল সপ্তাহে দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ বলেছেন, বছর শেষে কার্যকর একটি ভ্যাকসিন পাওয়া যেতে পারে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতি ৬৬ জন বাসিন্দার মধ্যে একজন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। দেশটিতে শুধু আক্রান্তের দিক দিয়ে নয় মৃত্যুতেও রয়েছে শীর্ষে। এখন পর্যন্ত এক লাখ ৬০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে; যা বিশ্বে করোনায় মোট মৃত্যুর এক চতুর্থাংশ।

হোয়াইট হাউস মার্কিন কংগ্রেসের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হওয়ার পর করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত আমেরিকানদের জন্য আর্থিক সহায়তা ও কর ছাড় দেয়া নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে দিনে যুক্তরাষ্ট্র দুঃখজনক এই মাইলফলক পেরোলো। দেশটিতে বেকার মানুষদের নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে।

শুক্রবার মার্কিন শ্রম মন্ত্রণালয় জানায়, জুলাইয়ে যেভাবে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছিল তার তুলনায় আগস্টে সেই প্রবৃদ্ধির গতি অনেকটা শ্লথ হয়েছে। ফলে চাকরি হারানোর লাখ লাখ আমেরিকানের জন্য জরুরি হয়ে পড়েছে সরকারি সহায়তা। আর এই কারণেই নির্বাহী আদেশ জারির মাধ্যমে ট্রাম্প অর্থ সহায়তার ঘোষণা দিলেন।

Advertisement

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ বুধবার রয়টার্সকে বলেন, বছর শেষে কার্যকর ও নিরাপদ অন্তত একটি ভ্যাকসিন ব্যবহারের উপযোগী হবে। কিন্তু ট্রাম্প আরও বাড়িয়ে বলছেন যে, ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রের হাতে আসবে মহামারি করোনারে সংক্রমণ রোধে সক্ষম একটি ভ্যাকসিন।

এসএ/এমকেএইচ