আইন-আদালত

অধস্তন আদালতে করোনায় সুস্থতার হার ৬৬ শতাংশ

অধস্তন আদালতে করোনা শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৬৬ শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক ৫৭ শতাংশ। জাতীয় সুস্থতার হারের চেয়ে যা সাড়ে ৮ শতাংশ বেশি এবং জাতীয় মৃত্যুর হারের চেয়ে শূন্য দশমিক ৭৫ শতাংশ কম।

Advertisement

স্বাস্থ্য অধিদফতরের শনিবারের স্বাস্থ্য বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী দেশে করোনা শনাক্তের বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ কর্তৃক পরিচালিত করোনা মনিটরিং ডেস্কের শনিবার পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, অধস্তন আদালতে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৩৫০ জন। তাদের মধ্যে বিচারক ৭৩ জন ও কর্মচারী ২৭৭ জন।

রোববার (৯ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়।

Advertisement

অন্যদিকে কোভিড-১৯ থেকে সম্পূর্ণ সুস্থ হয়েছেন ২৩১ জন। তাদের মধ্যে ৪৬ জন বিচারক এবং ১৮৫ জন কর্মচারী।

বর্তমানে ২৭ জন বিচারক অসুস্থ। তাদের মধ্যে ২৫ জন নিজ বাসায় এবং দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কর্মচারী অসুস্থ ১০২ জন। আক্রান্তদের মধ্যে দুজন মৃত্যুবরণ করেছেন, যাদের মধ্যে একজন বিচারক ও একজন কর্মচারী।

অধস্তন আদালতে সুস্থতা ও মৃত্যুর হার, উভয় ক্ষেত্রে বিচারকদের চেয়ে কর্মচারীরা ভালো অবস্থানে রয়েছেন। আইন ও বিচার বিভাগের মনিটরিং ডেস্কের গতকালের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায়, করোনা শনাক্ত বিবেচনায় বিচারকদের সুস্থতার হার ৬৩ এবং কর্মচারীদের সুস্থতার হার ৬৬ দশমিক ৭৮ শতাংশ।

অন্যদিকে করোনা শনাক্ত বিবেচনায় বিচারকদের মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। সেখানে কর্মচারীদের মৃত্যুর হার শূন্য দশমিক ৩৬ শতাংশ।

Advertisement

মনিটরিং ডেস্কের প্রধান সমন্বয়ক শেখ গোলাম মাহবুব জানান, আইনমন্ত্রী আনিসুল হক এবং আইন সচিব মো. গোলাম সারওয়ার মনিটরিং ডেস্কের রিপোর্ট প্রতিদিন পর্যবেক্ষণ করছেন এবং আক্রান্তদের চিকিৎসার খোঁজ-খবর রাখছেন।

এফএইচ/এমএআর//এমকেএইচ