ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৮৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা এখন ৪৩ হাজার ৩৭৯ জন। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৩৯৯ জন। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৫৩ হাজার ১০ জনে।
Advertisement
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার ৮.৯৫ শতাংশ। যা গত দুইদিনের চেয়ে সামান্য কম। এই মুহূর্তে ভারতে অ্যাক্টিভ কোভিড-১৯ রোগীর সংখ্যা ছয় লাখ ২৮ হাজার ৭৪৭।
দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও সুস্থ হয়ে ওঠার পরিসংখ্যান শুরু থেকেই স্বস্তি দিয়েছে। এখনও পর্যন্ত মোট ১৪ লাখ ৮০ হাজার ৮৮৪ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার ৬৮.৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৮৭৯ জন।
ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে সংক্রমণ ও মৃত্যুতে এখনও প্রথম স্থানে মহারাষ্ট্র। সেখানে মারা গেছেন ১৭ হাজার ৩৬৭ জন। অন্যান্য রাজ্যের মধ্যে তামিলনাড়ুতে চার হাজার ৮০৮ জন, দিল্লিতে চার হাজার ৯৮, কর্নাটকে তিন হাজার ৯১ জন, গুজরাটে দুই হাজার ৬২৮ জন, উত্তরপ্রদেশে দুই হাজার ২৮ জন, পশ্চিমবঙ্গে দুই হাজার পাঁচজন এবং অন্ধ্রপ্রদেশে এক হাজার ৯৩৯ জনের মৃত্যু হয়েছে।
Advertisement
সংক্রমণের শীর্ষে থাকা মহারাষ্ট্রে মোট পাঁচ লাখ তিন হাজার ৮৪ জন করোনা আক্রান্ত। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে মোট আক্রান্ত দুই লাখ ৯০ হাজার ৯০৭ জন। তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে আক্রান্ত দুই লাখ ১৭ হাজার ৪০ জন।
চতুর্থ স্থানে থাকা কর্নাটকে আক্রান্তের সংখ্যা এক লাখ ৭২ হাজার ৯২৪ জন। পঞ্চম স্থানে থাকা দিল্লিতে আক্রান্ত এক লাখ ৪৪ হাজার ১২৭ জন। ষষ্ঠ উত্তরপ্রদেশে এক লাখ ১৮ হাজার ৩৮ জন এবং সপ্তম স্থানে থাকা পশ্চিমবঙ্গে সংক্রমিত ৯২ হাজার ৬১৫ জন।
এদিকে সংক্রমণের দিকে দিয়ে এখন পর্যন্ত বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম এবং দ্বিতীয় স্থানে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিল। মৃত্যুর নিরিখেও ওই দুই দেশ ভারতের চেয়ে এগিয়ে।
বিএ/এমএস
Advertisement