জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন করেছে ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষে গতকাল বিকেলে দূতাবাস প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
Advertisement
বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান তারাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত, মিশন উপপ্রধান রাহাত বিন জামান, প্রথম সচিব মালিহা শাহজাহান, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, জান্নাতুল ফরহাদ, রানা বখতিয়ার, খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাইফুল কবিরসহ প্রবাসী বাংলাদেশিরা।
বক্তারা আলোচনা সভায় উল্লেখ করেন জাতির পিতার প্রতিটি আন্দোলন সংগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রেরণা ও অবদান রয়েছে। আলোচনা সভায় সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি আব্দুল মুহিত শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তিনি বলেন, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হওয়ার পেছনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের যথেষ্ট অবদান রয়েছে। রাষ্ট্রদূত জাতির পিতা, তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
Advertisement
এমআরএম