প্রবাস

স্লোভেনিয়ায় দ্বিতীয় ধাপে বাড়ছে সংক্রমণ

স্লোভেনিয়ায় দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। দেশটিতে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা ও একই সঙ্গে মৃতের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একদিনের ব্যবধানে নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৪ জন।

Advertisement

পাশাপাশি গত চব্বিশ ঘণ্টার ব্যবধানে মধ্য ইউরোপের এ দেশটিতে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২২৪৭ জন, মৃত্যুবরণ ১২৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৯২৭ জন।

অন্যদিকে আগামী ১৩ আগস্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও স্লোভেনিয়া সফরে আসছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এবং স্লোভেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাইক পম্পেও এর সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মূলত টেলিকমিউনিকেশন বিষয়ক ফাইভ-জি নেটওয়ার্ক বিষয়ক একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করতে তার এ সফর। স্লোভেনিয়ার পাশাপাশি তার অস্ট্রিয়া, চেক রিপাবলিক এবং পোল্যান্ড সফরের কথা রয়েছে।

Advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এর এ সফর মার্কিন যুক্তরাষ্ট্র এবং স্লোভেনিয়ার মধ্যকার পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং পারমাণবিক শক্তির ব্যবহারসহ পশ্চিমাঞ্চলীয় বলকান অঞ্চলে একীভূতভাবে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দুই দেশের মধ্যাকার কূটনৈতিক বন্ধনকে আরও সুসংহত করবে।

এমআরএম