আন্তর্জাতিক

অ্যালুমিনিয়ামে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পাল্টা জবাব কানাডার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার অ্যালুমিনিয়ামে ১০ শতাংশ শুল্কারোপের একদিন পরেই মার্কিন অ্যালুমিনিয়াম পণ্য থেকে ৩৬০ কোটি কানাডীয় ডলার শুল্ক আদায়ের ঘোষণা দিয়েছে কানাডা সরকার। শুক্রবার দেশটির উপ-প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। কানাডার উপ-প্রধানমন্ত্রী জানান, কানাডীয় সরকার সুনির্দিষ্টভাবে কোন কোন মার্কিন পণ্য টার্গেট করবে সে বিষয়ে পরামর্শ করার ৩০ দিনের মধ্যে এই পাল্টা শুল্ক কার্যকর হবে। ট্রাম্পের শুল্কারোপের ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘কানাডা দ্রুত এবং জোরালোভাবে এর প্রতিক্রিয়া জানাবে।’

Advertisement

এর আগে, গত বৃহস্পতিবার কানাডা থেকে অ্যালুমিনিয়াম আমদানি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দাবি করে এর ওপর শুল্কারোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী ১৬ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান তিনি। ফ্রিল্যান্ড বলেন, ‘কানাডার অ্যালুমিনিয়াম যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এটি একটি হাস্যকর ধারণা।’ তার মতে, অ্যালুমিনিয়াম আমদানিতে যুক্তরাষ্ট্রের শুল্কারোপের ঘোষণায় দুই দেশের বাণিজ্যে নতুন করে দ্বন্দ্ব শুরু হবে। এতে দুই পক্ষেরই অর্থনৈতিক পুনরুদ্ধার ক্ষতিগ্রস্ত হবে। ট্রাম্প শুল্কারোপের পরপরই বৃহস্পতিবার রাতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এর যোগ্য জবাব দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা সবসময় আমাদের অ্যালুমিনিয়াম কর্মীদের পক্ষে দাঁড়াব। ২০১৮ সালে আমরা তা করেছি, এখন আবারও করব।’

২০১৮ সালের মার্চে প্রথমবার কানাডা থেকে অ্যালুমিনিয়াম আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। জবাবে সেই সময় মার্কিন পণ্যে শত শত কোটি ডলারের শুল্ক বসায় কানাডা সরকার। পরে কানাডীয় অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক প্রত্যাহার করে নেয় মার্কিন প্রশাসন।

সূত্র: শিনহুয়াকেএএ/

Advertisement