দেশজুড়ে

বি.বাড়িয়ায় ১৫টি অবৈধ চুন ও গ্লাস ফ্যাক্টরি উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লিকেজ গ্যাস ব্যবহার করে অবৈধভাবে গড়ে ওঠা ১৫টি চুন ও গ্লাস ফ্যাক্টরি উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সদর উপজেলার আনন্দপুর ও বাকাইল গ্রামে এ অভিযান চালানো হয়।সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রে মাঈন উদ্দিন এবং জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ জাগো নিউজকে বলেন, একটি চক্র বাকাইল ও আনন্দপুর গ্রামে তিতাস গ্যাস ফিল্ডের লিকেজ গ্যাস ব্যবহার করে অবৈধভাবে চুন ও গ্লাস ফ্যাক্টরি গড়ে তুলেছে। এ ঘটনায় উচ্চ আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে তিতাস নদীর দুই পাড়ে বাকাইল ও আনন্দপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযান চলাকালে অবৈধভাবে গড়ে ওঠা ১৩টি চুন ও ২টি গ্লাস ফ্যাক্টরি উচ্ছেদ করে সকল মালামাল জব্দ করা হয়।অভিযান চলাকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।আজিজুল আলম সঞ্চয়/এসএস

Advertisement