দেশজুড়ে

করোনায় মারা গেলেন ব্যাংক কর্মকর্তা

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আলমগীর হোসেন (৫৮) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুর ১২টার দিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

আলমগীর হোসেনের বাড়ি শহরতলীর গোদারপাড়া এলাকায়। তিনি শহরের খান্দারে জনতা ব্যাংক এরিয়া অফিসে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. খায়রুল বাশার মমিন জানান, আলমগীর কবির গত ৪ আগস্ট করোনায় আক্রান্ত হন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। পরে তার দেহে অক্সিজেনের মাত্রা অস্বাভাবিকভাবে কমতে থাকাসহ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় শুক্রবার সকালে তাকে আইসিইউতে স্থানান্তার করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আলমগীর কবিরের মৃত্যু হয়। তিনি আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন।

আরএআর/এমএস

Advertisement