জাতীয়

সব ধরনের বিচারবহির্ভূত হত্যা বন্ধের দাবি ওয়ার্কার্স পাটির

‘ক্রসফায়ার’, ‘এনকাউন্টার’, ‘আত্মরক্ষার্থে গুলি’ চালিয়ে হত্যাসহ সব রকমের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি।

Advertisement

শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পার্টির এ দাবি নতুন নয়। বিএনপি শাসনামলে এ ধরনের হত্যাকাণ্ড শুরুর সময় থেকেই পার্টি এই দাবি জানিয়ে আসছে। এটা বন্ধের জন্য এই সরকারও প্রতিশ্রুতিবদ্ধ ছিল।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সংবিধানের মৌলিক অধিকার ভোগের ৩১ ও ৩২ ধারার সম্পূর্ণ বিরোধী এবং আইনের শাসনের পরিপূর্ণ লঙ্ঘন ও অমানবিক। আইনশৃঙ্খলা বাহিনীর কোনো অংশকে এই অধিকার দিলে তা কী পরিণতি নিতে পারে কক্সবাজারে পুলিশি তল্লাশি চৌকিতে অবসরপ্রাপ্ত সেনা অফিসার হত্যা এর প্রমাণ।

Advertisement

আরও বলা হয়েছে, এটা সাধারণ মানুষের জন্যই নয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। এই উপলব্ধি থেকেই কক্সবাজার ঘটনাকে কেন্দ্র করে সেনা ও পুলিশ বাহিনী প্রধানদ্বয়ের যৌথ সংবাদ সম্মেলনে দেশবাসীকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। কিন্তু এর উৎস বন্ধ করা না গেলে বাংলাদেশ রাষ্ট্র ও সমাজ উভয়েই আরও বিপদাপন্ন হবে।

বিবৃতিতে ওয়ার্কার্স পার্টি কক্সবাজার হত্যাকাণ্ডের পূর্ণ তথ্য জনগণকে অবহিত করা ও দায়ী সকলকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।

এফএইচএস/এফআর/এমএস

Advertisement