জাতীয়

দেশে প্রতি ১০ লাখে করোনায় আক্রান্ত ১৪২১ জন

দেশে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে এক হাজার ৪২১ দশমিক ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসের সংক্রমণ সারাদেশ অর্থাৎ ৬৪ জেলাতেই ছড়িয়ে পড়েছে। সবগুলো জেলাতেই করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

Advertisement

দেশের ৮ বিভাগের মধ্যে সর্বোচ্চ সংক্রমণের হার ঢাকা বিভাগে। এ বিভাগে প্রতি দশ লাখে ৩ হাজার ৬৩৭ জন আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) করোনাভাইরাস পরিস্থিতি প্রতিবেদন-২৩ (সর্বশেষ ৩ আগস্ট পর্যন্ত পরিসংখ্যান) এর বরাত দিয়ে এসব তথ্য জানান তিনি।

Advertisement

উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৬৯৯টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১২ লাখ ৩৭ হাজার ৮২৩টি। নতুন পরীক্ষায় করোনা মিলেছে দুই হাজার ৮৫১ জনের মধ্যে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৫২ হাজার ৫৯২ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৭ জন। ফলে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো তিন হাজার ৩৩৩ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৪৫ হাজার ৫৮৪ জনে।

এমইউ/এফআর/এমএস