দেশজুড়ে

রাজৈরে জোড়া খুনের ঘটনায় ৪ জনের ফাঁসি

এক যুগ আগে মাদারীপুরের এক রাজৈরে জোড়া খুনের ঘটনায় চারজনের ফাঁসি দিয়েছে ঢাকার একটি আদালত। চারজনকে সর্বোচ্চ সাজার পাশাপাশি একজনের যাবজ্জীবন ও ৯ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দীন এ রায় দেন। ফাঁসির আসামিরা হলেন, মহিউদ্দিন হাওলাদার, সুহাগ হাওলাদার, হালিম সর্দার ও হাবি শিকদার। এদের মধ্যে শেষ দু্ইজন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন এবং বাকিরা পলাতক। এছাড়া আরেক পলাতক আসামি শামসুল হক হাওলাদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৩ সালের ১২ ফেব্রুয়ারি রাজৈর থানার পশ্চিম স্বরমঙ্গল এলাকায় কোরবানির ঈদের নামাজের পরপর আসামিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল হক সমর্থিত সৈয়দ আলী মোল্লা ও সোলেমান মোল্লাসহ ৩৬ জনকে গুলি করে। এতে ঘটনাস্থলেই সৈয়দ আলী মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোলেমান মোল্লা। বাদীপক্ষের আইনজীবী ছিলেন, ঢাকা দ্রুত বিচার আদালতের পিপি আবু আব্দুলাহ ভূইয়া ও মাদারীপুর জজ কোর্টের সাবেক পিপি সুজিত চাটার্জী বাপ্পী এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন মোশারফ হোসেন কাজল ও শফিকুর রহমান।এ কে এম নাসিরুল হক/এআরএ/আরআইপি

Advertisement