আন্তর্জাতিক

নভেম্বরের মধ্যে করোনায় ৩ লাখ মৃত্যু হবে যুক্তরাষ্ট্রে

করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে সেখানে এক লাখ ৬০ হাজার কোভিড-১৯ আক্রান্ত মানুষের প্রাণহানি হয়েছে। তবে এর মধ্যে আরও বেশি উদ্বেগের পূর্বাভাস দিয়েছে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, নভেম্বরের শেষ হওয়ার পর অর্থাৎ ১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখে গিয়ে ঠেকবে।

Advertisement

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জন্য এমন আশঙ্কাজনক পূর্বাভাসটি দিয়েছে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা যদিও বলছে, আগামী ১ ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানির সংখ্যা ৩ লাখে দাঁড়াবে তবে মানুষ মাস্কের ব্যাপারে খুঁতখুঁতে হলে এই সময়ে ৭০ হাজার জীবন বাঁচানো সম্ভব।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অবন হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন এর পরিচালক ডা. ক্রিস্টোফার মুরে বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রে একটা নাটকীয় পরিবর্তন লক্ষ্য করছি। দেখা যাচ্ছে সংক্রমণ মানুষ মাস্ক পরে আর সামাজিক দূরত্ব মানে কিন্তু সংক্রমণ কমলে আবার এসব করতে দেখা যাচ্ছে না তাদের।’

অধ্যাপক ডা. ক্রিস্টোফার মুরে আরও জানাচ্ছেন, সংক্রমণ কমলেও মানুষ যদি এসব সুরক্ষা সংক্রান্ত বিধি মেনে না চলে তাহলে তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আর যদি মানুষ মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব রক্ষার মতো স্বাস্থ্যবিধিগুলো মেনে চলে তাহলে অনেকগুলো প্রাণ বাঁচানো সম্ভব।

Advertisement

করোনার সার্বক্ষণিক হিসাব সংরক্ষণকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর সবশেষ দেওয়া হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের ৫০ লাখেরও বেশি মানুষের দেহে মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছে ১ লাখ ৬৩ হাজার প্রায়। আর সুস্থ হয়েছেন ২৫ লাখের বেশি মানুষ।

এসএ/পিআর