ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে রামমন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই সারা ভারতে আনন্দের বন্যা বয়ে যায়। যদিও এই বিতর্কিত ঘটনা নিয়ে সারা বিশ্বেই সমালোচনার ঝড় বইছে। রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে মুসলমানদের ঐতিহাসিক মসজিদ ভেঙে দিয়ে সেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করছে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার।
Advertisement
তবে ভারতীয় হিন্দুদের সঙ্গে রাম মন্দির নির্মাণে পাকিস্তানে বসে সমর্থন প্রকাশ করলেন সাবেক পাক স্পিনার দানিশ কানেরিয়া। তিনি মন্তব্য করেছেন, ‘অযোধ্যায় রাম মন্দিরে ভূমিপুজা বিশ্বের সব প্রান্তের হিন্দুদের জন্য ঐতিহাসিক ও গর্বের বিষয়। সারা বিশ্বের হিন্দুদের জন্য এটা ঐতিহাসিক দিন।’
পাকিস্তান জাতীয় দলের হয়ে ৬১টি টেস্ট এবং ১৮টি ওয়ানডে খেলেছেন কানেরিয়া। এরপর কাউন্টি ক্রিকেটে ফিক্সিংয়ের দায়ে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কিন্তু সম্প্রতি কানেরিয়া অভিযোগ তুলেছেন, তাকে নাকি স্রেফ ধর্মের জন্যই পাকিস্তান দলে অত্যাচারিত এবং হেনস্থার শিকার হতে হয়েছিল। বুধবার অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজা সম্পন্ন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের হাতে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি। সে সঙ্গে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ শুরু হয়েছে। এ কারণে খুবই খুশি পাকিস্তানের হিন্দু ধার্মাবলম্বী দানিশ কানেরিয়া।
তিনি বলেন, ‘বিশ্বের সব হিন্দুর জন্যই ঐতিহাসিক দিন এটি। ইশ্বর রাম আমাদের আদর্শ। তার সৌন্দর্য তার চরিত্রে, তার নামে নয়। অসত্যের প্রতি সত্যের বিজয়ের প্রতীক রাম। বিশ্বজুড়ে খুশির আবহ। এই মুহূর্তটা আমার জন্য চরম শান্তির।’
Advertisement
পাকিস্তানে বসে দানিশ কানেরিয়া যেভাবে রাম মন্দির নির্মাণের পক্ষে কণ্ঠ সরব করলেন, তা অবাক করেছে ভারতীয় নেটিজেনদের। সাবেক এই পাকিস্তানি ক্রিকেটারের সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছে ভারতের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।
আইএইচএস/এমকেএইচ