প্রতিদিনই দুঃসংবাদ বাড়ছে জাতীয় ফুটবল দলে। বুধবার ক্যাম্পে যোগ দেয়ার প্রথম দিনে ১২ ফুটবলারের চারজন করোনা পজিটিভ হয়েছিলেন। দ্বিতীয় দিনের ১২ জনের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন সাতজন। এ নিয়ে দুইদিনে ১১ ফুটবলারের দেহে করোনাভাইরাস শনাক্ত হলো।
Advertisement
২৪ জনের জায়গায় দুইদিনে ক্যাম্পে উঠতে পারলেন মাত্র ১৩ জন। দ্বিতীয় দিনে যে সাতজন ফুটবলারের করোনা পজিটিভ হয়েছেন, তারা হলেন- আবাহনীর শহিদুল আলম সোহেল, সোহেল রানা, টুটুল হোসেন বাদশা, বসুন্ধরা কিংসের মোহাম্মদ ইব্রাহিম, সুশান্ত ত্রিপুরা, রবিউল হাসান ও আনিসুর রহমান। এই সাতজনই ব্যক্তিগত উদ্যোগে করা পরীক্ষায় নেগেটিভ ছিলেন।
বুধবার করোনা পজিটিভ হওয়া চার ফুটবলার হলেন- বসুন্ধরা কিংসের বিশ্বনাথ ঘোষ, বাংলাদেশ পুলিশের নাজমুল ইসলাম রাসেল, ম্যাথিউস বাবলু এবং উত্তর বারিধারার সুমন রেজা।
শনিবার বাকি ফুটবলাররা ক্যাম্পে ওঠার জন্য বাফুফে ভবনে আসবেন।
Advertisement
আরআই/এমএমআর/এমকেএইচ