খেলাধুলা

জাতীয় ফুটবল দলে করোনার ছোবল, আক্রান্ত আরও সাত

প্রতিদিনই দুঃসংবাদ বাড়ছে জাতীয় ফুটবল দলে। বুধবার ক্যাম্পে যোগ দেয়ার প্রথম দিনে ১২ ফুটবলারের চারজন করোনা পজিটিভ হয়েছিলেন। দ্বিতীয় দিনের ১২ জনের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন সাতজন। এ নিয়ে দুইদিনে ১১ ফুটবলারের দেহে করোনাভাইরাস শনাক্ত হলো।

Advertisement

২৪ জনের জায়গায় দুইদিনে ক্যাম্পে উঠতে পারলেন মাত্র ১৩ জন। দ্বিতীয় দিনে যে সাতজন ফুটবলারের করোনা পজিটিভ হয়েছেন, তারা হলেন- আবাহনীর শহিদুল আলম সোহেল, সোহেল রানা, টুটুল হোসেন বাদশা, বসুন্ধরা কিংসের মোহাম্মদ ইব্রাহিম, সুশান্ত ত্রিপুরা, রবিউল হাসান ও আনিসুর রহমান। এই সাতজনই ব্যক্তিগত উদ্যোগে করা পরীক্ষায় নেগেটিভ ছিলেন।

বুধবার করোনা পজিটিভ হওয়া চার ফুটবলার হলেন- বসুন্ধরা কিংসের বিশ্বনাথ ঘোষ, বাংলাদেশ পুলিশের নাজমুল ইসলাম রাসেল, ম্যাথিউস বাবলু এবং উত্তর বারিধারার সুমন রেজা।

শনিবার বাকি ফুটবলাররা ক্যাম্পে ওঠার জন্য বাফুফে ভবনে আসবেন।

Advertisement

আরআই/এমএমআর/এমকেএইচ