অর্থনীতি

রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বৃহস্পতিবার রিজার্ভ নতুন মাত্রা ছুঁয়েছে। স্বাধীনতার পর এই প্রথম ২৭ বিলিয়ন ডলার দাঁড়াল রিজার্ভ।বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান বৃহস্পতিবার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, দুপুরে রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। প্রতি মাসে ৪ বিলিয়ন ডলার আমদানি ব্যয়ের খরচ হিসাবে এই রিজার্ভ দিয়ে প্রায় সাত মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। প্রবাসী আয় আর রফতানির ওপর ভর কর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নতুন মাত্রা পাচ্ছে নিয়মিত ভাবে।এর আগে গত ১৭ অগাস্ট রিজার্ভ প্রথমবারের মতো ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।এসএ/এএইচ/আরআইপি

Advertisement