জাতীয়

গত ২৪ ঘণ্টায় কোন বিভাগে কতজন সুস্থ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ৭৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।এ পর্যন্ত সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা এক লাখ ৪৩ হাজার ৮২৪ জন। রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬১ শতাংশ।

Advertisement

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, দেশের ৮ বিভাগের মধ্যে ঢাকায় ৬৪৯ জন, চট্টগ্রামে ৩৬৫, রংপুরে ১১২, খুলনায় ২২৩, বরিশালে ১১৯, রাজশাহীতে ৪০৭, সি‌লেটে ৬৭ এবং ময়মনসিংহ বিভাগে ১৩২ জন সুস্থ হয়েছেন।

উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৩হাজার ১৪৯টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৭০৮ পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১২ লাখ ১২ হাজার ৪১৬টি।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৯৭৭ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জনে।

Advertisement

এমইউ/এফআর/এমকেএইচ