গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক আদালত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার ফুলছড়ি উপজেলা বিচারিক আদালত স্থানান্তর ও বাস্তবায়ন সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে উপজেলা পরিষদ সড়কের ছয় কিলোমিটার এলাকা জুড়ে এ কর্মসূচি পালিত হয়।বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ এতে অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলে। এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ তোফায়েল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রাশেদা বেগম, উদাখালী ইউপি চেয়ারম্যান আব্দুল বাকী সরকার, অধ্যক্ষ ইব্রাহিম আকন্দ সেলিম, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ গোলাম হোসেন কুদ্দুছ, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা হোসেন আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হোসেন ফুলমিয়া প্রমুখ। নদী ভাঙন কবলিত দরিদ্র মানুষগুলোর দুঃখ-দুর্দশা বিবেচনা করে বর্তমান সরকার সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক আদালত ফুলছড়ি উপজেলায় বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ লক্ষ্যে সরকার জমি অধিগ্রণেসহ আদালত স্থানান্তরের বিভিন্ন প্রক্রিয়া চলমান রেখেছে। কিন্তু সম্প্রতি একটি মহল এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে। তারই প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারিক আদালত ফুলছড়ি উপজেলায় বাস্তবায়িত হলে উপজেলা সদরের ব্যবসা-বাণিজ্য, অর্থনীতির উন্নতি ঘটবে। তাই তারা সবদিক বিবেচনায় বিচারিক আদালত দ্রুত ফুলছড়িতে বাস্তবায়নের জোর দাবি জানান। অমিত দাশ/এমজেড/আরআইপি
Advertisement