ফেসবুকে হরহামেশাই মেয়েদেরকে বিভিন্ন ধরনের হয়রানির মুখোমুখি হতে হয়। অনেক সময় ভুয়া অশ্লীল ছবি, ভিডিও ছড়িয়ে তাদেরকে হেনস্থা করা হয়। আবার ইনবক্সে বিভিন্ন ধরনের অশ্লীল বার্তা দিয়েও হয়রানি করা হয়। এ রকমই একটি ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ে। খবর এনডিটিভি।দশম শ্রেণির এক ছেলে শিক্ষার্থী এক মেয়েকে এ রকম অশ্লীল বার্তা ইনবক্স করায় থানায় অভিযোগ করে ওই মেয়ের বাবা-মা। পুলিশ ওই শিক্ষার্থীকে থানায় ডেকে সতর্কও করে দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থী তার মেয়ে বন্ধুর নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে সেখানে বিভিন্ন ধরনের অশ্লীল বার্তা ও ছবি পোস্ট দেয়। পরে এ ঘটনা জানার পর ১৪ বছর বয়সী ওই কিশোরী সাত তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। ২০ অক্টোবর ভারতের মুম্বাইয়ের মিরা রোডে এ ঘটনা ঘটেছে। ফেসবুকে অশ্লীল বার্তা ও ছবি পোস্টের কারণে ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে থানায় অভিযোগ দায়ের করেছে তার বাবা-মা। এ ঘটনায় ওই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরে তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।এসঅাইএস/আরআইপি
Advertisement