খেলাধুলা

ইংল্যান্ড-পাকিস্তান টেস্টে বদলে গেল ‘নো বলে’র নিয়ম

নিয়ম যেন গড়াই হয় ভাঙার জন্য। ক্রিকেটে কত নিয়ম তৈরি করা হয়। আবার সেগুলো সংস্কার করে নতুন রূপ দেয়া হয়। তবে, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে চালু করা হলেও, এতদিন টেস্ট ক্রিকেটে একটা নিয়ম অনুসরণ করা হতো না। বোলারের ফ্রন্টফুট নো বলের সিদ্ধান্ত দেয়ার এখতিয়ার ছিল এতদিন ফিল্ড আম্পায়ারের। টেস্ট ক্রিকেটে সে নিয়ম বদলে ফেলা হলো। এখন থেকে নো বল ডাক দেবেন টিভি আম্পায়ার।

Advertisement

ওল্ড ট্র্যফোর্ডে ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজ দিয়েই শুরু হয়েছে নো-বলে’র এই নতুন নিয়ম। ফিল্ড আম্পায়ারের পরিবর্তে থার্ড আম্পায়ারই সিদ্ধান্ত দেবেন এ ব্যাপারে। আজ (বুধবার) ইংল্যান্ড ও পাকিস্তান টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে এমনটা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হয়েছে আজ থেকে। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর আগে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল স্বাগতিকরা।

ইংল্যান্ড-পাকিস্তান টেস্টেই তৃতীয় আম্পায়ার (তথা টিভি আম্পায়ার) প্রথমবারের মতো নো-বল ডাকবেন। আইসিসি জানিয়েছে, ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ভবিষ্যতের ব্যবহার সম্পর্কে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে এই টেস্ট সিরিজে প্রযুক্তিটি ব্যবহার দেখে নেওয়ার চেষ্টা করা হবে।

Advertisement

আইসিসি মিডিয়া টুইটারের মাধ্যমে জানিয়েছে, ‘উভয় দলের সম্মতিতে ইংল্যান্ড এবং পাকিস্তান টেস্ট সিরিজে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ফ্রন্ট ফুট নো-বল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। টেস্ট ক্রিকেটে ভবিষ্যতের ব্যবহার সম্পর্কে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে এই সিরিজের টেস্ট গুলিতে প্রযুক্তির পারফরম্যান্স পর্যালোচনা করা হবে।’ জুলাইয়ে নিশ্চিত হয়েছিল যে, টিভি আম্পায়াররা প্রথম পর্বের নো-বল ডাকা উদ্বোধন করবে আইসিসি বিশ্বকাপ সুপার লিগে। ওয়ানডে সুপার লিগের শুরু হয় আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। মঙ্গলবারই ছিল তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে।

যেটাতে ইংল্যান্ডের মাটিতে রেকর্ড রান তাড়া করে ওয়ানডে ম্যাচ জিতে রেকর্ড গড়ে নিয়েছে আয়ারল্যান্ড। প্রথম দু’ ম্যাচ হেরে সিরিজ খোয়ালেও শেষ ম্যাচে ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩২৯ রান তাড়া করে জেতে আইরিশরা। সে সঙ্গে ভেঙে যায় ২০০২ সালে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন ভারতীয় দলের ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ৩২৬ রান তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ডটি।

তবে টেস্ট ক্রিকেটে প্রথমবার আনুষ্ঠানিকভাবে থার্ড আম্পায়ারের ফ্রন্ট ফুট নো-বল ডাকার সিদ্ধান্ত এই প্রথম। এর আগে গত বছর ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে ফ্রন্ট-ফুট নো-বল ডাকার জন্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। সেটা ছিল পরীক্ষামূলকভাবে। আইসিসিস সেই ফলাফলে সন্তুষ্ট হওয়ায় টিভি আম্পায়াররা চলতি বছরে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ফ্রন্ট ফুট নো-বল ডাকার সিদ্ধান্ত নিয়েছিল।

আইএইচএস/এমএস

Advertisement