দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। সোমবার (৫ আগস্ট) পর্যন্ত মোট ১২ লাখ ১২ হাজার ৪১৬ জনের নমুনা পরীক্ষা করে ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়। এছাড়া গত ১৮ মার্চ দেশে প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।
Advertisement
সর্বশেষ আজ (৫ আগস্ট) পর্যন্ত করোনায় মোট মৃত রোগীর সংখ্যা বেড়ে ৩ হাজার ২৬৭ জনে দাঁড়িয়েছে। করোনায় মৃতদের মধ্যে পুরুষ ২ হাজার ৫৭৪ (৭৮ দশমিক ৭৯ শতাংশ) এবং নারী ৬৯৩ জন (২১ দশমিক ২১ শতাংশ)।
বিভাগীয় পরিসংখ্যানে দেখা গেছে, করোনায় ঢাকা বিভাগে এক হাজার ৫৬৭ জন, চট্টগ্রামে ৭৮৪, রংপুরে ১২৭, সিলেটে ১৫৪, খুলনায় ২৩৮, রাজশাহীতে ১৯৯, বরিশালে ১২৮ এবং ময়মনসিংহে ৭০ জন মৃত্যুবরণ করেছেন।
গত ২৪ ঘণ্টায় করোনায় ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে ৯, রংপুরে তিন, খুলনায় একজন, রাজশাহীতে একজন এবং বরিশাল বিভাগে একজন মৃত্যুবরণ করেছেন।
Advertisement
এমইউ/এফআর/এমকেএইচ