সারাদেশে করোনা চিকিৎসায় নিয়োজিত হাসপাতালগুলোতে সবমিলিয়ে সাধারণ শয্যা সংখ্যা ১৫ হাজার ২৪০টি। এর মধ্যে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন ৩ হাজার ৯২২ এবং শয্যা খালি পড়ে আছে ১১ হাজার ৩১৮টি। সারাদেশে করোনা রোগীদের জন্য আইসিইউ শয্যা সংখ্যা ৫৪৮টি। এর মধ্যে রোগী ভর্তি ৩০২ এবং খালি শয্যা ২৪৬টি। সবমিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ২২৪ জন করোনা রোগী।
Advertisement
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮৯০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৪১ হাজার ৭৫০ জনে। এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৩ হাজার ২৬৭ জন। ফলে বর্তমানে দেশে করোনা রোগী এক লাখ এক হাজার ৬৫৭ জন। এর মধ্যে মাত্র ৪ হাজার ২২৪ জন হাসপাতালে ভর্তি আছেন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ঢাকা মহানগরের সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন ২ হাজার ১২৭ জন এবং আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন ১৮৬ জন। চট্টগ্রাম মহানগরে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন ২৩৮ জন এবং আইসিইউতে ভর্তি আছেন ২১ জন। সারাদেশের অন্যান্য হাসপাতালের সাধারণ শয্যায় রোগী ভর্তি এক হাজার ৫৫৭ এবং আইসিইউতে ভর্তি ৯৫ জন।
Advertisement
হটলাইনের তথ্য তুলে ধরে নাসিমা সুলতানা বলেন, ২৪ ঘণ্টায় হটলাইনে মোট ফোনকলের সংখ্যা ৭১ হাজার ৫১৪টি। এর মধ্যে স্বাস্থ্য বাতায়নে (১৬২৬৩) কল এসেছে ১১ হাজার ৭৫টি, ৩৩৩ নম্বরে কল এসেছে ৬০ হাজার ২৫টি এবং আইইডিসিআরের (১০৬৫৫) হটলাইনে ৪১৪টি। এ পর্যন্ত হটলাইনে ফোনকলের সংখ্যা এক কোটি ৮২ লাখ ৫৩ হাজার ৫১৭টি।
গত ২৪ ঘণ্টায় টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন ৪ হাজার ২৯৪ জন এবং এ পর্যন্ত গ্রহণ করেছেন এক লাখ ৬৪ হাজার ৯২১ জন।
পিডি/এফআর/এমকেএইচ
Advertisement