জাতীয়

“দেশকে পিছিয়ে দেয়ার জন্যই বঙ্গবন্ধুকে হত্যা”

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, ‘‘দেশকে পিছিয়ে দেয়ার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল”।

Advertisement

বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবন পরিদর্শনে এসে একথা বলেন তিনি। পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মনজুর রহমানসহ গণপূর্ত ও স্থাপত্য অধিদফতরের ঊর্ধ্বতন প্রকৌশলীরা।

এসময় মন্ত্রী বলেন, “নবনির্মিত বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবন বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে অসাধারণ সাফল্য।’’

তিনি আরও বলেন, “প্রকৌশলীরা সৎ চেতনা নিয়ে মাথা উঁচু করে দাঁড়ালে দেশের উন্নয়নে বিপ্লব ঘটে যাবে।’’

Advertisement

মন্ত্রী ১৪তলা ভবনটির অডিটোরিয়াম, সেমিনার কক্ষ, মাল্টিপারপাস হলরুম, ক্যাফেটেরিয়া ও অন্যান্য কক্ষ ঘুরে দেখেন। ভবনটির অনন্য স্থাপত্যশৈলী দেখে মুগ্ধ হন তিনি।

জানা যায়, গণপূর্ত বিভাগের সহায়তায় এ ভবনটি নির্মানে ব্যয় হয়েছে ২২২ কোটি টাকা। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

এইচএস/এনএফ/পিআর

Advertisement