বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৬৮ জন আক্রান্ত হয়েছেন। বিভাগে করোনায় মারা গেছেন আরও একজন। একই সময়ে করোনা জয় করে সুস্থ হয়েছেন ১০১ জন।
Advertisement
নতুন আক্রান্তদের মধ্যে সিলেটে ৫০ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৪ জন এবং মৌলভীবাজারের ৯ জন রয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ১৯১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৪১৩ জন, সুনামগঞ্জে এক হাজার ৫১৭, হবিগঞ্জে এক হাজার ১৮৯ এবং মৌলভীবাজারে এক হাজার ৪ জন রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে সিলেট বিভাগের ৩ হাজার ৬২৩ জন রোগী সুস্থ হয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় এক হাজার ১২৫, সুনামগঞ্জে এক হাজার ১৫০, হবিগঞ্জে ৭৬৫ ও মৌলভীবাজারে ৫৮৩ জন।
Advertisement
আর সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৪৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ১১১, সুনামগঞ্জে ১৫, হবিগঞ্জে ১০ এবং মৌলভীবাজারে ১৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, সিলেট বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় সুস্থতার হার কম এবং মৃত্যুর হার সবচেয়ে বেশি। সুস্থতার দিক থেকে এগিয়ে রয়েছে সুনামগঞ্জ জেলা। এ জেলায় সুস্থ হয়েছেন প্রায় ৭৫ শতাংশ রোগী। যেখানে সিলেট জেলায় সুস্থতার হার মাত্র ২৫ শতাংশ।
অপরদিকে হবিগঞ্জে সুস্থতার হার প্রায় ৬৪ শতাংশ আর মৌলভীবাজারে ৫৮ শতাংশ। মৃত্যুর সংখ্যার দিক দিয়ে সিলেট জেলায় মৃত্যুর হার ২.৮৫ শতাংশ, সুনামগঞ্জে ০.৯৮ শতাংশ, হবিগঞ্জে ০.৮৪ শতাংশ এবং মৌলভীবাজারে ১.৩ শতাংশ।
এদিকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক হাজার ৯ জন ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৫৬ জন।
Advertisement
ছামির মাহমুদ/এফএ/এমএস