জাতীয়

একনেকে ৮ উন্নয়ন প্রকল্প অনুমোদন

আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) । বৃহস্পতিবার রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল সাংবাদিকদের একথা জানান। তিনি জানান, আট প্রকল্পে সরকারের ব্যয় হবে ৬ হাজারর ৩৮৭ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল ৪ হাজার ২১৭ কোটি টাকা। প্রকল্পগুলোতে সাহায্য মিলবে ২ হাজার ১৪৫ কোটি টাকা। আর সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন ২৫ কোটি টাকা।প্রকল্পগুলো হচ্ছে- চট্টগ্রাম ও খুলনায় বিএসটিআই এর আঞ্চলিক অফিস স্থাপন এবং আধুনিকীকরণ প্রকল্প, এতে ব্যয় হবে ১৮২ কোটি ৩৩ লাখ টাকা। এ ছাড়া বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ৪৬৮ কোটি ৯ লাখ টাকা, ডাল ও তেল বীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে ১৬৮ কোটি ৪৭ লাখ টাকা ও পরিকল্পনা কমিশনের কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণে ১০৫ কোটি ৮৮ লাখ টাকা। এই অর্থে মোট ২২৮ টি ফ্লাট করা হবে।এছাড়া পায়রা গভীর সমুদ্রবন্দরের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন ব্যয় এক হাজার ১২৮ কোটি ৪৩ লাখ, মিরপুর পাইকপাড়ায় সরকারি কর্মচারীদের জন্য ৬০৮টি ফ্লাট নির্মাণ ব্যয় ৪৫৮ কোটি ৬২ লাখ, বুয়েটে শিপ মডেল টেস্টিং সেন্টার স্থাপন ব্যয় ৪৮ কোটি ৮৪ লাখ, সেকেন্ডারি এডুকেশন সেক্টর প্রোগাম যার ব্যয় হবে ৩ হাজার ৮২৬ কোটি ৯২ লাখ টাকা।এসএ/এআরএস/এমএস

Advertisement