ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পরিবারের দুই সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার তাদের দেহে করোনা পরীক্ষা করা হয়। তাদের করোনা পজিটিভ এসেছে বলে এক টুইট বার্তায় নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
Advertisement
এদিকে, সংক্রমণ এড়াতে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বিপ্লব দেব। সম্প্রতি মুখ্যমন্ত্রী নিজেও করোনার পরীক্ষা করিয়েছেন। তবে তার করোনা পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি।
ভারতের বিপ্লব কুমারের পরিবারের সদস্যরা ছাড়াও একাধিক বিজেপি নেতাও করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র দেহেও করোনা শনাক্ত হয়েছে।
করোনা আক্রান্ত হয়ে দিল্লির হাসপাতালে ভর্তি হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোববার নিজেই এক টুইট বার্তায় একথা জানিয়েছেন তিনি। সম্প্রতি তার সঙ্গে যারা দেখা করেছেন তাদেরও করোনা টেস্ট করানোর পরামর্শ দিয়েছেন তিনি।
Advertisement
গত কয়েকদিনে দিল্লিতে অমিত শাহর সংস্পর্শে এসেছিলেন বাবুল সুপ্রিয়, জগন্নাথ সরকার, নিশীথ প্রামাণিক, সৌমিত্র খাঁ-সহ একাধিক মন্ত্রী, সাংসদ।
গত কয়েক সপ্তাহ ধরে ভারতে করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় দেশটি ইতোধ্যেই করোনা সংক্রমণে তৃতীয় অবস্থানে চলে এসেছে।
টিটিএন/এমএস
Advertisement