হজরত আবদুল্লাহ ইবনু আবি আওফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন-اللَّهُمَّ بَرِّدْ قَلْبِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ اللَّهُمَّ نَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ'হে আল্লাহ! আপনি আমার অন্তরকে বরফ, শিশির ও ঠান্ডা পানি দ্বারা শীতল করে দিন। হে আল্লাহ! আমার অন্তরকে গোনাহ থেকে এমনভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দিন যেরূপে আপনি সাদা কাপড়কে ময়লা হতে পরিষ্কার করেছেন।' (তিরমিজি)
Advertisement
এ দোয়াটি মুমিন মুসলমানের জন্য অন্যতম শিক্ষা। প্রতিনিয়ত গোনাহের কাজে জড়িয়ে থাকা মানুষের জন্য ক্ষমা প্রার্থনায় খুবই কার্যকরী। আল্লাহর কাছে গোনাহ থেকে প্রার্থনার বিকল্প নেই। তাই যখনই মনে হবে তখনই এ দোয়া পড়ে পড়ে মহান রবের কাছে ক্ষমা প্রার্থনা করা ও অন্তরে প্রশান্তি লাভের দোয়া করা জরুরি। অর্থ ও উচ্চারণসহ দোয়াটি তুলে ধরা হলো-اللَّهُمَّ بَرِّدْ قَلْبِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ اللَّهُمَّ نَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِউচ্চারণ : আল্লাহুম্মা বাররিদ ক্বালবি বিছছালঝি ওয়াল বারাদি ওয়াল মায়ি, আল্লাহুম্মা নাক্কি ক্বালবি মিনাল খাত্বাইয়া কামা নাক্কাইতাছ ছাওবাল আবয়িাদা মিনাদ দানাসি।' (মুসলিম, তিরমিজি)অর্থ : 'হে আল্লাহ! আপনি আমার অন্তরকে বরফ, শিশির ও ঠান্ডা পানি দ্বারা শীতল করে দিন। হে আল্লাহ! আমার অন্তরকে গোনাহ থেকে এমনভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দিন যেরূপে আপনি সাদা কাপড়কে ময়লা হতে পরিষ্কার করেছেন।'
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সার্বক্ষণিক এ দোয়াটি পড়ে গোনাহমুক্ত জীবন গড়ার তাওফিক দান করুন। দুনিয়ার যাবতীয় ব্যস্ততায় প্রশান্তি দান করুন। আমিন।
এমএমএস/এমএস
Advertisement