দেশজুড়ে

চুয়াডাঙ্গায় আরও ১৫ জনের করোনা শনাক্ত

চুয়াডাঙ্গায় নতুন করে আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৮ জনে। সুস্থ হয়েছেন ৩৩৪ জন ও মারা গেছেন ১১ জন। মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৩১ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১২ জন, আলমডাঙ্গা উপজেলার ১ জন, দামুড়হুদা উপজেলার ১ জন ও জীবননগর উপজেলার ১ জন।

তিনি আরও জানান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসেলেশন ওয়ার্ডে ৪৬ জন ও হোম আইসোলেশনে ২৬৫ জন চিকিৎসা নিচ্ছেন। উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গা উপজেলায়। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬৫৮ জন নারী-পুরুষ। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৩৪ জন ও মারা গেছেন ১১ জন।

সালাউদ্দীন কাজল/এফএ/এমএস

Advertisement