কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এরা সবাই করোনা উপসর্গ শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি নিয়ে মারা গেছেন। হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
Advertisement
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আজ সকাল ৭টার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ৬৯ বছর বয়সী এক বৃদ্ধ, আইসোলেশন ওয়ার্ডে গতকাল রোববার রাত ১০টার দিকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৭৮ বছর বয়সী এক বৃদ্ধ ও গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার লালমাই উপজেলার ৬৭ বছর বয়সী এক বৃদ্ধ মারা যান।
এ নিয়ে কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে ৬০ দিনে মারা গেছেন ২৯০ জন। ওই হাসপাতালে এখন ভর্তি ১১৯ জন। তাদের মধ্যে ৮৯ জন পুরুষ ও ৩০ জন নারী। এর মধ্যে আইসোলেশন ওয়ার্ডে ৪২ জন, করোনাভাইরাস ওয়ার্ডে ৬০ জন এবং আইসিইউতে ১৭ জন রয়েছেন।
এফএ/এমএস
Advertisement