নতুন মৌসুমের জন্য নিজেদের এক নম্বর টার্গেট হিসেবে আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজের কথা ঠিক করে রেখেছিল বার্সেলোনা। একইসঙ্গে গুঞ্জন শোনা যাচ্ছিল ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের দলে ফেরার বিষয়েও। কিন্তু আশায় গুড়েবালি। দুজনের কাউকেই পাচ্ছে না কাতালুনিয়ান ক্লাবটি।
Advertisement
বার্সেলোনা ক্লাবের প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ নিজেই জানিয়েছেন, ২০২০-২১ মৌসুমে নেইমার বা মার্টিনেজের কাউকেই দলে নিতে পারবে না তারা। অথচ বছরের শুরু থেকেই মার্টিনেজকে দলে ভেড়ানোর ব্যাপারে আশাবাদী ছিল বার্সেলোনা। কিন্তু করোনাভাইরাসের কারণে যে আর্থিক ধাক্কা লেগেছে, সে কারণেই মূলত নতুন দলবদলের সম্ভাবনা নেই বার্সার।
তবে মার্টিনেজের ক্লাব ইন্টার মিলানের সঙ্গে কথা ঠিকই হয়েছে বার্সেলোনার। বার্তেমেউর ভাষ্যে, ‘লাউতারো মার্টিনেজের ব্যাপারে গত কয়েক সপ্তাহ ধরেই ইন্টারের সঙ্গে কথা চলছে। তবে এখন সমঝোতার ভিত্তিতেই আলোচনা স্থগিত রয়েছে। বর্তমান পরিস্থিতি আসলে বড় কোনো দলবদলের জন্য আদর্শ নয়।’
পিএসজির বেলায়ও একই তথ্য জানিয়ে বার্সা প্রেসিডেন্ট আরও বলেন, ‘এখনকার সময়ে প্যারিস সেইন্ট জার্মেইও (নেইমারকে) বিক্রি করতে রাজি নয়। কারণ সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। গত মৌসুমে আমরা খুব চেষ্টা করেছি নেইমারকে আনতে। এবার আমরা সেই চেষ্টাটাও করব না।’
Advertisement
এসময় ক্লাবের অর্থনৈতিক অবস্থার বিষয়টি মনে করিয়ে বার্তেমেউ বলেন, ‘মার্চ থেকে জুনের মধ্যে ২০০ মিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে ক্লাবের। পরিস্থিতির উন্নতি না ঘটলে, মাঠ, জাদুঘর কিংবা অফিসিয়াল শপে মানুষ না এলে আমরা এভাবে টাকা খোয়াতে থাকব। যে কারণে আমাদের খরচের খাত নিয়ে নতুন করে ভাবতে হবে, মানিয়ে নিতে হবে।’
এসএএস/এমএস