খেলাধুলা

জকোভিচই শীর্ষে, রাওনিকের উন্নতি

প্যারিস মাস্টার্স টেনিস শেষ হবার পর খেলোয়াড়দের সর্বশেষ র‌্যাংকিং প্রকাশ করলো অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনাল (এটিপি)। প্যারিস মাস্টার্সের শিরোপা জয় করায় র‌্যাংকিং-এর শীর্ষস্থান ধরে রেখেছেন সার্বিয়ার টেনিস তারকা নোভাক জকোভিচ।দ্বিতীয় স্থানে রয়েছেন সুইজাল্যান্ডের রজার ফেদেরার। আর তৃতীয় স্থানে রয়েছেন স্পেনের রাফায়েল নাদাল। র‌্যাংকিং-এ উন্নতি হয়েছে প্যারিস মাস্টার্সের রানার্স-আপ কানাডার মিলোস রাওনিকের। দশম স্থান থেকে অষ্টম স্থানে উঠে এসেছেন তিনি।শীর্ষ দশ খেলোয়াড়ের র‌্যাংকিং (পুরুষ) :র‌্যাংকিং   খেলোয়াড়        দেশ                পয়েন্ট১     নোভাক জকোভিচ    সার্বিয়া              ১০০১০২     রজার ফেদেরার     সুইজারল্যান্ড           ৮৭০০৩     রাফায়েল নাদাল      স্পেন              ৬৮৩৫৪     স্তানিসলাস ওয়ারিঙ্কা  সুইজারল্যান্ড            ৪৮৯৫৫     কাই নিশিকোরি      জাপান               ৪৬২৫৬     এন্ডি মারে        গ্রেট ব্রিটেন             ৪৪৭৫৭     টমাস বার্ডিচ      চেক প্রজাতন্ত্র            ৪৪৬৫৮     মিলোস রাওনিক     কানাডা              ৪৪৪০৯     ম্যারিন চিলিস      ক্রোয়েশিয়া             ৪১৫০১০    ডেভিড ফেরার       স্পেন              ৪০৪৫

Advertisement