কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রোববার দুপুরে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়।
Advertisement
স্যার গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান ডা. ডিএস রানা বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। এর আগে গত বৃহস্পতিবার দলের একটি ভার্চুয়াল বৈঠকের পর অসুস্থ বোধ করায় দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে তাকে ভর্তি করা হয়। হাসপাতালে সোনিয়া রেসপিরেটরি অ্যান্ড চেস্ট মেডিসিন স্পেশালিস্ট ডা. অরূপ কুমার বসুর তত্বাবধানে ছিলেন।
হাসপাতালের এক মেডিকেল বুলেটিনে জানানো হয়, ৩০ জুলাই সন্ধ্যায় সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে রোববার দুপুর ১টায় ছেড়ে দেয়া হলো। হাসপাতালে কিছু রুটিন চেকআপ ও পরীক্ষা করা হয়েছে। বর্তমানে সোনিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎকরা।
এর আগে পাকস্থলীতে সংক্রমণ ধরা পড়ায় গত ফেব্রুয়ারিতেও সোনিয়া গান্ধী গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সূত্র : এনডিটিভি ও জি নিউজ
Advertisement
এএইচ