ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত কামিল (মাস্টার্স) প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব পরীক্ষা ২০১৩-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার দুপুরে এ ফল প্রকাশ করা হয় বলে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে।পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, কামিল প্রথম পর্বে মোট ১৬ হাজার ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন মোট ১৪ হাজর ৮৮৩ জন। পাশের হার ৯৬.৩১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬৩ জন শিক্ষার্থী। কামিল ২য় পর্বে মোট ১৩ হাজার ৬শ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১৩ হাজার ১৭৪ জন। পাশের হার ৯৮.২৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪২ জন শিক্ষার্থী।এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iu.ac.bd-এ ফলাফল পাওয়া যাবে। এমজেড/এমএস
Advertisement